আসল ও নকল ফোন চেনার উপায়:
হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ সাইট। আশা করি আপনারা সবাই খুব ভাল আছেন। আজকের আলোচনার বিষয় হলে কিভাবে আপনারা আসল এবং নকল ফোন চিনবেন। চোদোন আলোচনা শুরু করা যাক। আজকাল ফোন কিনতে গেলে আমরা অনেকেই ঝামেলায় পড়ি তার মধ্যে একটি হলো ফোনটি আসল কিনা নকল। ফোনটি আসল কিনা নকল সেটি যাচাই করার জন্য আপনাকে যা যা করতে হবে। আপনি যে ফোনটি কিনবেন সে ফোনের কি প্যাডে গিয়ে লিখুন *#০৬# । এই কোড টি টাইপ করলে আপনি দুটি IMEI নম্বর পাবেন। যেকোন একটি নম্বর কপি করবেন। তারপর নিচের সাইটে গিয়ে নম্বর টি IMEI নম্বরের জায়গায় পেস্ট করে দিন। এরপর সার্চ অপশনে ক্লিক করে নম্বরটি সার্চ করুন। এবার আপনি সেই ফোনের সবকিছু পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন ফোনটি কোন ব্যান্ডের, ফোনটির রোম কত, ফোনটির প্রসেসর কি, ব্যাটারি কত এম্পিয়ার, ফোনটির মডেল কত। ফোনটি যদি অফিশিয়াল হয় তাহলে সব কিছুর মিল থাকবে। আর যদি ফোনটি আনঅফিশিয়াল হয় তাহলে ফোনটির নাম এবং অন্যান্য তথ্য ভুল দেখাবে। বা কোন কোন ক্ষেত্রে এরর মেসেজ দেখাতে পারে। এভাবে আপনি আপনার ফোনটি সহজেই যাচাই করে নিতে পারবেন।
0 মন্তব্যসমূহ